প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 27, 2025 ইং
ঘন কুয়াশার কারণে, এমভী জাকির সম্রাট তিন, ক্ষতিগ্রস্ত নিহত ১০।

রিমা আক্তার, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,
চাঁদপুর মেঘনায়, এমবি জাকির সম্রাট তিন,এ বরিশাল থেকে আগত, এডভেঞ্চার ৯,
লঞ্চটি সরাসরি, এমবি জাকির সম্রাট ৩এর মাঝামাঝি বডিতে চালু অবস্থায় উঠিয়ে দেয়, লঞ্চে , ঘুমানো অবস্থায় থাকা যাত্রীদের উপরে উঠিয়ে দিলে, প্রায় ১০ হইতে ১৫ জন যাত্রী তৎকালীন লঞ্চে মৃত্যুবরণ করেন,
আরো ক্ষতিগ্রস্ত আহত হয়েছেন, প্রায় ১০০যা যাত্রী,
দুর্ঘটনার কারণ হলো, বরিশাল থেকে আগত অ্যাডভান্সার ৯ লঞ্চটি, কুয়াশা থাকা অবস্থায়, দ্রুত চালানোর কারণে এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন লঞ্চ যাত্রীরা,
লঞ্চ কর্তৃপক্ষ সরকারের বিধি-নিদেশ না মেনে অদক্ষ চালকের দারা লঞ্চ পরিচালনায় করায় , মৃত্যু হয় নৌপথে শত শত জনযাত্রী, আইন প্রশাসনের নিকট অনুরোধ, সকল বিষয়ে তদন্ত করে, লঞ্চ চালানোর অনুমতি প্রদান করার হোক।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি 24